মহেশপুরে মাদরাসা ছাত্র নিখোঁজের ১০দিন পার হলেও সন্ধান মেলেনি

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৩) নামে একটি ছেলে নিখোঁজের ১০দিন পার হলেও এখনোও সন্ধান মেলেনি।
পারিবাহিকসূত্রে জানা যায়, জিহাদ পুড়াপাড়া হাফেজি মাদরাসায় পড়াশোনা করে। মাদরাসার ছুটিতে চৌগাছা উপজেলার চাঁনপাড়া গ্রামে মামাদের বাড়ি বেড়াতে যায়। গত ২৪ ডিমেম্বর সকালে জিহাদ চাঁনপাড়া মামারবাড়ি থেকে একটি ভ্যান নিয়ে খেলার ছলে রাস্তায় বের হয়। চৌগাছা তেলপাম্পের সামনে কোরইতলা মোড়ে ভ্যান ঠিক করা দোকান থেকে সিসি ক্যামেরায় দেখা যায় ২৪ ডিমেম্বর সকাল ১০টার সময় এক লোক তাকে ভাড়া করে যশোরের দিকে নিয়ে যায়। তারপর থেকে ভ্যানসহ তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না। ২৫ ডিসেম্বরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার পিতা জসিম উদ্দিন চৌগাছা থানায় একটি সাধারণ ডায়রি করেছে। যার জিডি নং-১২৪৩ তারিখ ২৫/১২/২৪ ইং। এ বিষয়ে চৌগাছার থানায় কর্মরত এসআই সুব্রত কুমার বিশ^াস জানায়, তাকে উদ্ধারে চেষ্টা গুরুত্ব সহকারে চলছে এখনোও জিহাদের সন্ধান পাওয়া যায়নি।