মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৩) নামে একটি ছেলে নিখোঁজের ১ মাস পার হলেও এখনোও সন্ধান মিলেনি।
পারিবাহিকসূত্রে জানা যায়, জিহাদ পুড়াপাড়া হাফেজি মাদরাসায় পড়াশোনা করে। মাদরাসার ছুটিতে চৌগাছা উপজেলার চাঁনপাড়া গ্রামে মামাতে বাড়ি বেড়াতে যায়। ২৪ ডিমেম্বর সকালে জিহাদ চাঁনপাড়া মামার বাড়ি থেকে একটি ভ্যান নিয়ে খেলার ছলে রাস্তায় বের হয়। চৌগাছা তেল পাম্পের সামনে কোরই তলা মোড়ে ভ্যান ঠিক করা দোকান থেকে সিসি ক্যামেরায় দেখা যায় ২৪ ডিমেম্বর সকাল ১০টার সময় এক লোক তাকে ভাড়া করে যশোর দিকে নিয়ে যায়; তারপর থেকে ভ্যানসহ তার আর সন্ধান পাওয়া যাচ্ছে না। ২৫ ডিসেম্বরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার পিতা জসিম উদ্দিন চৌগাছা থানায় একটি সাধারণ ডাইরি করেছে। এ বিষয়ে চৌগাছার থানার ওসি তদন্ত মো. কামাল হোসেনের সাথে কথা বললে তিনি বলে, একটি মাদরাসার ছাত্র নিখোঁজ আছে এখনও তার সন্ধান মিলেনি। চেষ্টার অব্যাহত আছে।