মহেশপুরে জাফর হত্যা মামলার আসামি আমির গ্রেফতার

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামান্তা গ্রামের জীবননগরপাড়ার আবু জাফর হত্যা মামলার দ্বিতীয় আসামি আমির মাতুব্বরকে (৬০) আলমডাঙ্গা থেকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। মহেশপুর থানা সূত্রে জানা যায়, মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুর রহমান গোপন সূত্রে খবর পেয়ে রোববার দিবাগত রাতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় মুন্সিগঞ্জ গ্রামের তার এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার সকালে মহেশপুর থানা পুলিশ আদালতে পাঠান। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য, গত ২০ মার্চ সামান্তা জীবনগরপাড়া গ্রামে গাছকাটা এক গ্রাম্য সালিশে জাফরকে নিয়ে মারপিট করলে জাফর নিহত হয়।