মহেশপুরে জমি দখল করাকে কেন্দ্র করে কমপক্ষে ১০ জন আহত

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যাদবপুর গ্রামে জমিজায়গা সংক্রান্ত কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টার দিকে এই সংঘর্ষ হয়। এতে তক্কেল কারী পক্ষে নারীসহ ৭/৮ জন আহত হয়। এরা হলেন শরিফুল ইসলামের ছেলে মোস্তাফা, গবীরউল্লার ছেলে তক্কেল কারী (৭২), তক্কেলের ছেলে আল-মামুন (৩২), মাহাদ মোল্লার ছেলে তোফাজ্জেল (৪৫) ও তাইজেল, তোফাজ্জেলের স্ত্রী রজিনা (৪০), তোফাজ্জেলের মেয়ে তানিয়া (২০) এদেরকে মহেশপুর হাসপাতালে রাতেই ভর্তি করা হয়। শনিবার সকালে তক্কেল কারীকে উন্নয়ন চিকিৎসা করার জন্য যশোর নিয়ে যাওয়া হয়েছে।
অপরদিকে হবির পক্ষে তার ভাই বাবলু রহমান জানিয়ে ভোলার ছেলে জিয়া (৩২), তাইজেলের ছেলে ঝন্টু, মন্টিু ছেলে স্বপন, এরশাদ আলীর ছেলে তাইজেল আহত হয়েছে। এদেরকে চৌগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়ে। উভয়পক্ষ জানিয়েছে ১০ বিঘা জমি নিয়ে মামলা চলছে। গতকাল বিকেলে এই সংক্রান্ত কথা কাঁটাকাটির জেদ ধরে মারামারির সূত্র পাত হয়। এই বিষয়ে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধার সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে আহতরা মহেশপুর হামপাতালে চিকিৎসাধীন রয়েছে; আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।