মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর বাকোশপোতা হাইস্কুল মাঠে শনিবার বিকেলে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেপা ইউপির কৃষক দলের সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক মো. আমিরুজ্জামান খাঁন শিমুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি মো. ওমর ফারুক শাফিন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্মসম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মোমিনুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের নেতা গাজী আমিনুর রহমান মিনু, আক্তারুজ্জামান সজল, মো. মঈন উদ্দিন, জেলা কৃষক দলের যুগ্মআহবায়ক নাজমুল হোসেন মিলন, ডা. মো. মুকল, শাহাজামান মহন, অ্যাড. আহাদ আলী প্রমুখ। সভায় মহেশপুর উপজেলার সকল ইউনিয়ন থেকে কৃষক দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করে।