মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে হাফিজুর রহমান (৪০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ইজিবাইক মালিক সমিতির সদস্যরা। গতকাল শনিবার সকালে মহেশপুর শহরের কলেজ বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তারা। এ সময় আসামিদের দ্রুত আটক করে ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মহিফুল আজম খান পিন্টু, সহসভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জীবননগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফি তালুকদার, দত্তনগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক বশির আহাম্মেদ, মহেশপুর উপজেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আবিদ হাসান, কবির হোসেন প্রমুখ। এর আগে শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে হাফিজুর রহমানে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, হত্যার সাথে জড়িত কেশবপুর গ্রামের আকবার আলীর ছেলে আবু বক্করকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।