মদের উৎপাদন বাড়াতে চায় কেরু

স্টাফ রিপোর্টার: অ্যালকোহলের বিক্রি বৃদ্ধির লক্ষ্যে আরও পাঁচটি নতুন লাইসেন্স পেতে সরকারের কাছে আবেদন করেছে কেরু অ্যান্ড কোং। গতকাল রোববার শিল্প মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। শিল্প সচিব কেএম আলী আজমের সভাপতিত্বে অনলাইন সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। সভায় জানানো হয়, কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত অ্যালকোহলের বিক্রি বৃদ্ধির লক্ষ্যে আরো পাঁচটি নতুন লাইসেন্স পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর দরখাস্ত করা হয়েছে। এছাড়া, প্রধান কার্যালয়ের অনুমোদন ব্যতীত বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিএসএফআইসি)-এর আওতাধীন শিল্প কারখানাগুলোতে অস্থায়ী শ্রমিক নিয়োগ না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। বিএসএফআইসি’র আওতাধীন ১৪টি চিনিকলে বর্জ্য শোধনাগার বা ইটিপি স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও সভায় তাগাদা প্রদান করা হয়।
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদন প্রক্রিয়া আধুনিকায়ন করে বিদেশে আলকোহলিক বেভারেজ রফতানি করার সম্ভাবনাকে কাজে লাগানোর আহবান জানান। তিনি বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন চিনিকলসমূহের আধুনিকায়নের গৃহীত পদক্ষেপসমূহ দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিল্পকারখানাগুলোতে উৎপাদন এবং মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে। এসময় শিল্প প্রতিমন্ত্রী প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকায় সবসময় অবস্থান করে বাস্তবায়ন কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাবার নির্দেশনা প্রদান করেন।

Comments (0)
Add Comment