ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার ভালাইপুর গ্রামে বিএনপির উদ্যোগে মতবিনিময়সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভালাইপুর পূর্বপাড়ায় মতবিনিময়সভার আয়োজন করা হয়। চিৎলা ইউনিয়ন বিএনপি নেতা মসলেম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ডালিম হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর ছাত্তার, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহমান, ফজলুর রহমান, আবুল কাশেম, হাবিবুর রহমান খোকন, বজলুর রহমান, নাসির শেখ, বাবলু বিশ্বাস, নুরাল হোসেন, মঙ্গল মোল্লা, কপিল উদ্দীন, সিদ্দিক হোসেন, মজিবুল হক, আক্তারুজ্জামান লিমন, আব্দুল হান্নান, আব্দুল কুদ্দুস, ফরজ আলী, সিরাজুল ইসলাম, রাজু হোসেন, ফেরদৌস হোসেন, সুলতান হোসেন, শান্তি মল্লিক, ইউনিয়ন যুবদলনেতা মোস্তাফিজুর রহমান সুমন, জিনারুল ইসলাম, জাকির হোসেন, হেলাল উদ্দিন, হাবিল হোসেন, আশিক রহমান, গোলাম মোস্তফা কালাচাঁন, মুধুদাস, প্রেম কুমার, শাহাজালাল, ইব্রাহিম হোসেন, নাজমুল হোসেন, মানিক হোসেন, জসিম উদ্দিন, রাকিবুল ইসলাম, সাইফুল ইসলাম, খোকন আলী, ইকরামুল হক, আশরাফুল, ছাত্রদলনেতা রনি মিয়া, আরাফাত হোসেন, তৌফিক হোসেন, এনায়েতুল্লা, মানিক হোসেন, আমানুল্লাহ, তানভীর আহমেদ শোভন, কাউছার আলী, মিনহাজ, শিপন আলী, সুমন আলী, সুজন আলী প্রমুখ। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাইফুল্লাহ। অনুষ্ঠানে দোয়ার মাহফিল পরিচালনা করেন ভালাইপুর বাইতুল ফালাহ্ জামে মসজিদের পেশ ইমাম আবু হুরাইরা রাসেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবদলনেতা ইসমাইল হোসেন জিকু। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে জাতীয়তাবাদী শক্তি জেগে উঠেছে, পরাজিত শক্তি দোসররা জেগে উঠতে চাইলে মোকাবিলা করা হবে। জেলা বিএনপির নেতৃবৃন্দের নির্দেশে জাতীয়তাবাদী দল সবসময় সজাগ ও সতর্ক থাকবে। এই এলাকার আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা কোথাও করলে বিএনপিসহ সাধারণ মানুষ প্রতিহত করবে। অর্জিত বিজয় যাতে কোনো ষড়যন্ত্রকারী নস্যাৎ করতে না পারেন, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।