স্টাফ রিপোর্টার: ভারত থেকে আগত বাংলাদেশিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতকরণের লক্ষ্যে ২টি স্থান নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠান দুটির মধ্যে মেহেরপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং টিটিসি। এর আগে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং টিটিসিসহ একাধিক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, ভারত ফেরত বাংলাদেশীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য প্রাথমিক পর্যায়ে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এবং টিটিসিকে নির্বাচন করা হয়েছে। ভারত থেকে আগত লোক সংখ্যা যদি বেশি হয় তবে অন্যান্য প্রতিষ্ঠান নেয়া হবে।