জীবননগর ব্যুরো: বাংলাদেশ থেকে অবৈধপথে ভারতে অনুপ্রবেশ কালে ৪ নারীসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তের আটপাকিয়া নামক সীমান্ত থেকে তাদেরকে আটক করে। এ নিয়ে গত ২ দিনে অবৈধ উপায়ে ভারতে যাতায়াতকালে ১৩ জন বাংলাদেশীকে আটক করলো বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত ৯ বাংলাদেশি হচ্ছে- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার হোন্দাঘাট গ্রামের মৃত সেকেন্দার অলী খানের ছেলে সোলেমান খান (৪২), পশ্চিম খাদা গ্রামের বাহাদুর খানের ছেলে সবুর খান (২৩), পূর্ব খুস্তাকাটা গ্রামের মৃত নূর ইসলামের মেয়ে সালমা বেগম (৩০), যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার আমীনি গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমন ইসলাম (১৯), বাঘারপাড়া উপজেলার মাইঝালী গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে মোজাম্মেল হোসেন (৪০), ফরিদপুর জেলার সালতা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সামাদ শেখের মেয়ে রোমা শেখ (১৮), পান্নু শেখের মেয়ে অন্তরা শেখ (১৮), শরীয়তপুর জেলার পালং উপজেলার চরযাদবপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এনায়েত হোসেন (৩৮) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছোটঘাটপাড়া গ্রামের বিলাত আলীর মেয়ে সোহাগী (৩০)। এছাড়াও সোমবার বিজিবি ভারত হতে অবৈধ অনুপবেশকারী ৪ বাংলাদেশিকে আটক করে। এ নিয়ে গত দুই দিনে বিজিবি ভারতে অবৈধ পথে যাতায়াতকালে ১৩ জন বাংলাদেশিকে আটক করলো।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে উপরোক্ত ৯ জনের আটকের সত্যতা নিশ্চিত করে বলেছেন, তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে ভারতে গমণাগমণের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।