আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশ্বনন্দিত অসম সাহসী বিচারপতি ড. রাধা বিনোদ পালের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির মিলনায়তনে এ স্মরণসভা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন ‘জাস্টিজ ড. রাধা বিনোদ পাল মেমোরিয়াল’র সভাপতি রহমান মুকুল। সভায় বক্তারা বলেন, কর্মজীবনে তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। তিনি আন্তর্জাতিক আদালতের কিংবদন্তীতুল্য অসম সাহসী বিচারক ছিলেন। তাছাড়া, জাতিসংঘের আইন কমিশনের চেয়ারম্যান ও হেগের ন্যায় বিচার আদালতের চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত মানবিক রাধা বিনোদ পাল বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। অসহায় পরিবারে জন্ম নিয়েও তিনি বিশ্ব নন্দিত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
তিনি ১৮৮৬ সালের ২৭ জানুয়ারি কুুষ্টয়া জেলার তারাগুনিয়া শালিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালের ১০ জানুয়ারি মৃত্যুবরণ করেন। বিশ্ব বরেণ্যে এই ব্যক্তিত্বের শৈশব ও কৈশোর অতিবাহিত হয়েছে আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে। কর্মজীবনেও আলমডাঙ্গার এ সব গ্রামের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
স্মরণসভায় মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ হোসেন, আতিক বিশ্বাস, তাসনোভা পৃথা ও নাইমুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাকারিয়া হায়দার শুভ্র, আশিক শেখ, জান্নাতুল মাওয়া রিয়া, মারিয়া সুলতানা, আসাদুজ্জামান স্বপন প্রমুখ।