নিজের উৎকর্ষতা মেলে দৃঢ় প্রত্যয়ে জোর প্রচার প্রচারণায় এম.এ রাজ্জাক খান রাজ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-১ নির্বাচনি এলাকাবাসীর সেবার সুযোগ চেয়ে ফ্রিজ প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজ বলেছেন, একটি ভোটের অনেক মূল্য। নিজের ভোটকে অবমূল্যায়ন করা মানেই উন্নত ভবিষ্যতের ওপর কুঠারাঘাত করা। ফলে যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, নিশ্চিত হবে স্বাস্থ্য সেবা, কৃষি শিল্পের উন্নতি হবে, কৃষি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বিবেকের বিবেচনায় যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি হিসেবে নির্বাচনি করার সবিনয় অনুরোধ জানাচ্ছি। নিজের উৎকর্ষতায় ভোটার সাধারণকে আকৃষ্ট করে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলা স্বতন্ত্র ফ্রিজ প্রতীকের প্রার্থী এম.এ রাজ্জাক খান রাজ নির্বাচনি প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। তার মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজ সিআইপি গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন। গতকাল শনিবার সকাল থেকেই আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। বিশাল শোডাউন নিয়ে আলমডাঙ্গায় পৌঁছালে আলমডাঙ্গার ভোটার ও সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত হন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজ। এ সময় তিনি বলেন, আমি দলের বাইরের কেউ নয়, দলের সিদ্ধান্ত স্বতন্ত্র প্রার্থী ভোট করতে পারবে। নেত্রী বলেছেন দলের যে কেউ এমপি হয়ে আসলে আমি তাকে বরণ করে নিবো। তাই আমি এমপি প্রার্থী হয়ে আমি এই অবহেলিত আলমডাঙ্গার ব্যবসায়ী ও জনসাধারণের পাশে থাকতে চাই। আমি একজন ব্যবসায়ী, ব্যবসায়ীরা অনেক জায়গায় ভোগান্তির শিকার হয়। আমি তাদের সফলতার জন্য কাজ করবো, সরকারি সকল সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করবো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি আপনাদের ভাগ্যোর পরিবর্তন করতে চান তাহলে আমাকে সমর্থন করেন। আমি চুয়াডাঙ্গাকে স্মার্ট আধুনিক বেকারত্ব দারিদ্র্যমুক্ত জেলা গড়তে চাই। পরে তিনি আলমডাঙ্গা পশুহাটে হাজার হাজার জনতার সাথে সাক্ষাৎ ও মতবিনিময় পথসভা করেন। এ সময় তিনি বলেন, আলমডাঙ্গা হাটসহ চুয়াডাঙ্গার সকল হাটে নিরাপত্তা ও ক্রেতা বিক্রেতাদের জন্য সকল সুযোগ সুবিধা শতভাগ নিশ্চিত করা হবে। পরে তিনি আলমডাঙ্গার আলিফ উদ্দীনরোড পুরাতন কাচারীবাজারে গণসংযোগ ও পথসভা করেন, সন্ধ্যা ৬টায় কুমারী বাজারে অবস্থিত নির্বাচনি অফিসে হাজার হাজার জনতার উদ্দেশ্যে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যোগ্য দেখে পক্ষ নিবেন। আপনাদের সিদ্ধান্তই চুয়াডাঙ্গার জনগণের ভাগ্যোর পরিবর্তন হবে। আপনাদের সমর্থন ও ভোটে এমন কাওকে নির্বাচিত করুন যে আপনাদের দুঃসময়ে পাশে থাকবে সমাজ। তিনি আরও বলেন আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে চুয়াডাঙ্গাকে আধুনিক স্মার্ট সু-শিক্ষা ও অন্ধকারমুক্ত জেলা গঠন করবো। হারদী ইউনিয়নের ফ্রিজ মার্কা প্রতীকের সমর্থকরা আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজকে কুমারী থেকে হারদী শোডাউন যোগে তাদের নির্বাচনি অফিসে গমন করে। এ সময় হাজার হাজার জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমি চাই চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার উন্নয়ন ও চিত্র পাল্টাতে। এছাড়া শিক্ষা খাত নিয়ে আমার সুদূরপ্রসারী চিন্তা রয়েছে। আর চুয়াডাঙ্গা একটি কৃষি নির্ভর জেলা এ জেলায় কৃষি শিল্পায়নের সম্ভাবনা অনেক। আমি কৃষি নিয়ে শিল্পাঞ্চল গড়তে চাই। পরে তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আলমডাঙ্গা নির্বাচনি অফিস ও চুয়াডাঙ্গায় নির্বাচনি প্রচারণা ও পথসভা করেন। এ সময় উপস্থিত কুমারী ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাড়াদী ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, বেলগাছি ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা রেজাউল, রাছেল আহমেদ, এনামুল হক, সাইফুর রহমান, সাহাবুল, লাল্টু, মিনহাজ, সিদ্দিক, আকতারুল, রুহুল, সবুজ, মতিউল, ইয়ামিন, রাজ্জাকসহ আওয়ামী লীগ যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।