চুয়াডাঙ্গা-ঝিনাইদহে শান্তিপূর্ণ কর্মসূচি হলেও মেহেরপুরের গাংনীতে বাধা
স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও মেহেরপুরের গাংনীতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শহীদ জিয়াউর রহমান ক্ষণজন্ম পুরুষ ছিলেন বর্ণিল জীবনের অধিকারী। তিনি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশাহীন জাতির দিশারী হয়ে উঠেছিলেন তিনি। মহাসঙ্কটে দেশের দায়িত্ব কাঁধে নিয়ে দেশ গঠনে অল্প যে কয়দিন সুযোগ পেয়েছিলেন দেশ গঠনের সেই অল্প দিনেই যে স্বফলতার স্বাক্ষর রেখেছিলেন তা আজও অনুকরণীয়। তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান এক অমর অক্ষয় জীবন কাব্যের নাম। তিনি স্বীয় কীর্তিতে সারাবিশ্বে অমর হয়ে আছেন।’
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের ‘কীর্তিময় জীবনী শীর্ষক’ আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম মনি, রাফিতুল্লা মহলদার, নজরুল ইসলাম, মনিরুজ্জামান লিপ্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, জেলা ওলামা দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা মৎসজীবী দলের সদস্য সচিব কামরুজ্জামান বাবলু। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানটির পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান। আলোচনাসভা ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। গতকাল বুধবার প্রেসক্লাবে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি শরিফ উর জ্জামান সিজার। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক হাসান বিশ্বাস আশা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আরিফুজ্জামান পিন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, বিএনপি নেতা আক্তারুজ্জামান আক্তার, শহিদ হোসেন লাড্ডু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আসান শেখ, পিনু মুন্সি, রেজাউল করিম রেজা, আবদার হোসেন রাজু, প্রচার সম্পাদক ইমরান হোসেন উজ্জ্বল, সহ-দফতর সম্পাদক হাসান বিশ্বাস আশা, সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান টিটু, মৎস বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, বন বিষয়ক সম্পাদক রানা, সহ-মৎস বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, ওলামা দলের সভাপতি ফজলুর রহমান, প্রজন্মদলের সভাপতি হাসানুজ্জামান হাসান, সংগ্রামী দলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ফিরোজ, সদস্য সচিব আবু কায়ুম বাবু, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য ইমদাদ, মাওলা, নজরুল, ইকলাস, বিপ্লব, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজিব, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম দুদু, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য আশরাফুল ইসলাম, সাদ্দাম, হামিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর যুবলের যুগ্ম-আহ্বায়ক সোলায়মান হক, সাইফুল ইসলাম জনি, সদস্য বাশার, মামুন, রিংকন, শুভ, সুমন রশিদ, স্বপন, ফরহাদ, বকুল, হৃদয়, মিঠুন, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. আলামনি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাহাউদ্দীন, সাজিদ হাসান দিনার, সদর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সিদ্দিকুর রহমান, কলেজ ছাত্রদেলর সদস্য সবুজ লস্কার, আসিফ, আরিফ, বাবুর রহমান, মীর আলমগীর, সেলিম, খোরশেদ, আলম, আবু বাছের, মেহেদী হাসান, ইকবাল, সাদ্দাম, মুনসুর, মিল্টন, চুয়াডাঙ্গা সাইবার ফোর্স সিনিয়র সভাপতি তৌফিকুল ইসলাম জোয়ার্দ্দার বাপ্পী, বিপ্লবসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি রবিউল ইসলাম
এদিকে, জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্দ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম-সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি রনি জোয়ার্দ্দার, মতিউর রহমান মিশর, মীর শুভ জামান, সাহাবুদ্দীন আহমেদ বুদ্দীন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, আব্দুল হাদিদ জিতু, আহাদ আলী রাজা, সাইমুজ্জামান মিশা, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, আইন সম্পাদক কায়ছার আহমেদ জীবন, স্কুল বিষয়ক সম্পাদক সাইমুন আহমেদ শান্ত, আপ্যায়ন সম্পাদক শুকুর আলী, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ম-আহ্বায়ক আমির সোহেল, রাকিব হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাহেদ সিদ্দিকী সোহেল ও মো. শাহরুখ প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীতে মহিলা দলের সমাবেশ ছাত্রলীগ নেতাদের বাধায় প- হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উদযাপনে সমাবেশের আয়োজন করেছিলো জেলা মহিলা দল। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাকর্মীরা জানান, দুপুরে বিএনপি কার্যালয়ে আসতে থাকেন মহিলা দলের বিভিন্ন এলাকার নেতার্কীরা। অনুষ্ঠানে উপস্থিত হন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। সমাবেশ শুরুর মুর্হূতে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সেন্টুসহ ছাত্রলীগ নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে জড়ো হয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ মিছিলটি বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। তারা বিএনপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে সমাবেশ বাতিলের দাবি জানান। এসময় বিএনপি কার্যালয়ের ভেতর থেকে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন কেউ। এ নিয়ে উত্তেজিত ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের গেটে লাথি দিয়ে ভাঙার চেষ্টা করে। এ সময় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে বিএনপি নেতাকর্মীদের নিরাপদে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেন।
কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা বিএনপি সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিনা উস্কানিতে ছাত্রলীগের বাধার তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানান তিনি।
জাভেদ মাসুদ মিল্টন বলেন, আমারা সবাই বাংলাদেশের মানুষ। রাজনীতি করার অধিকার সবার আছে। শান্তিপূর্ণ উপায়ে ঘরোয়া সমাবেশের আয়োজনও যদি না করতে পারি তাহলে এ দেশে মানুষের স্বাধীনতা কোথায়। এভাবে বাধা দিলে তার চরম মূল্য দিতে হবে বলে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি হুশিয়ারী করেন তিনি।
এদিকে বিএনপি নেতাকর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর বিক্ষোভ শেষ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। গাংনী বাসস্ট্যান্ডে সাংবাদিকদের বিফ্রিংকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল বলেন, জিয়াউর রহমান খুনী। এদেশে একজন খুনির জন্মদিন পালন করতে দেয়া হবে না। বিএনপি নেতার্কীরা তাদের ঘরে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রের প্রতিবাদ করতে ছাত্রলীগ সবসময় মাঠে রয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত জানিয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শান্তিপূর্ণভাবে বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা বের হয়ে গেছেন। উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে থাকার জন্য বলা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে জেলা বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়। পরে এইচএসএস সড়কে বিএনপিরর কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এসএম মশিউর রহমান। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব অ্যাড. এমএ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা, শ্রমিক দলের সভাপতি আবু বক্কর, যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মৎসজীবী দলের সদস্য সচিব শাহনেওয়াজ সুমনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা, জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে আলোচনা করেন। এছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি আদায়ে আন্দোলনের হুশিয়ারী দেন।