সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুতুবপুর, পদ্মবিলা, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা নিজাম উদ্দিন শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি শহিদুল ইসলাম বিশ্বাসের কেন্দ্রীয় কৃষকদলের সদস্য কন্যা মিলিমা ইসলাম বিশ^াস মিলি। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজদের স্থান হবে না। তিনি আরও বলেন, যারা দেশ নেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল বন্ধ করার চেষ্টা করেন তারা আসলেইে বিএনপি কি না আমি জানতে চাই। বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের হাতে তুলে দেবেন। ৫ আগস্টের পর চুয়াডাঙ্গার বিএনপির নামধারী আওয়ামী লীগের দোষরদের মতো অবস্থা সৃষ্টির চেষ্টা করছে। আমরা এটা হতে দিতে পারি না। এরই মধ্যে সন্ত্রাসী চাঁদাবাজদের চিহিৃত করে দল থেকে তাদের বহিষ্কার করা হচ্ছে। তিনি আরও বলেন আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবো, মানুষের সেবা করবো। কারো হুমকি ধামকি কে ভয় করিনা। আওয়ামী লীগ দেশের মানুষের সাথে অন্যায় করেছে সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারা জালিম তা মানুষ বুঝে গেছে। আমার বাবা কখনো অন্যায়ের সাথে আপস করেনি আমিও করবো না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম মুকুল বিশ^াস, রবিউল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলে সহ-সভাপতি জিলাল হোসেন, খালিদ হাসান, টিংকু শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম জুড়োন, মাখালডাঙ্গা বিএনপির নেতা আশাদুল হক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাবিবুর রহমান।