স্টাফ রিপোর্টার: রাজবাড়ির দুজন মাদককারবারীকে আটক করেছে ঝিনাইদহ র্যা ব। শুক্রবার ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে এদেরকে আটক করা হয়। আটককৃত দুজনই চুয়াডাঙ্গা থেকে ৩শ বোতল ফেন্সিডিল নিয়ে রাজবাড়ির উদ্দেশে রওনা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।
র্যা ব-৬ এর ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চুয়াডাঙ্গা থেকে হলুদ রঙের একটি মিনিট্রাকযোগে মাদক পাচার করা হচ্ছে। এ তথ্য পেয়ে র্যা ব’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে শুরু হয় অভিযান। ঝিনাইদহ কেন্দ্রীয় বাসটর্মিনাল এলাকায় ট্রাকটি পৌঁছুলে তল্লাশি করা হয়। ধারাপড়ে দুজন। উদ্ধার করা হয় ৩শ বোতল ফেন্সিডিল। জব্দ করা হয় বালিভর্তি ট্রাক, নগদ ১হাজার ১শ টাকা, ২টি মোবাইলফোনসহ ৪টি সিম।