গণটিকাদান কার্যক্রম সফল করতে চুয়াডাঙ্গা পৌরসভার ব্যতিক্রমধর্মী উদ্যোগ
স্টাফ রিপোর্টার: গণটিকাদান কার্যক্রম সফল করতে চুয়াডাঙ্গা পৌরসভা ব্যতিক্রমধর্মী প্রচারণা চালাচ্ছে। গত দুইদিন ধরে বাউল গানের তালে তালে পৌরবাসীকে টিকাদানে উদ্বুদ্ধ করতে এ প্রচারণা চালাচ্ছে। গত মঙ্গলবার সকালে পৌরসভা চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সুলতানা আরা রতœা, উজ্জ্বল হোসেন, ফরজ আলী, কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, রিন্টু মহলদার, সাইফুল ইসলাম, আলাউদ্দিন, রুবিসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় গণটিকাদান কর্মসূচি পালন করা হবে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ জেলার ৪ উপজেলায় ফেব্রুয়ারি গণটিকার ১ম ডোজ দেয়া হবে। টিকাদানে মানুষকে উদ্বুদ্ধ করতে চুয়াডাঙ্গা পৌরসভা ভিন্ন আঙিকে প্রচারনা শুরু করেছে। গত দুইদিন ধরে একটি জীপগাড়িকে সুন্দরভাবে সাজানো হয়েছে । তারপর গাড়িতে চড়ে বাউল গানের শিল্পীরা গান পরিবেশন করছেন। গানের তালে তালে শিল্পীরা টিকাদানের সুফলতা বর্ণনা করছেন। পাড়া মহল্লার অনেক জায়গায় উৎসুক জনতা গান শুনতে গাড়ির আশে পাশে ভীড় জমাচ্ছে।
টিকাদান সুপারভাইজার আলী হোসেন বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। প্রতিকেন্দ্রে ৩শ জনকে সিনোভ্যাকসের টিকা দেয়া হবে। সে হিসেবে ২ হাজার ৭শ জনকে টিকা দেয়া হবে। কেন্দ্রগুলো হলো ১নং ওয়ার্ডে কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডে, বুজরুকগড়গড়ি মুন্সিপাড়া, মুন্সিবাড়ি, ৩নং ওয়ার্ডে ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ডে রাহেলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ডে সরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ডে অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ডে সাতগাড়ি মোড়, ৮নং ওয়ার্ডে বেলগাছি রেলগেট ও ৯নং ওয়ার্ডে রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও বর্তমানে পৌরভবনে ১২-১৮ বছর বয়সী ছেলে-মেয়েদের ফাইজারের টিকা দেয়া কার্যক্রম চালু রয়েছে। তবে ২৬ ফেব্রুয়ারি গণটিকার দিন পৌরভবনে টিকা কার্যক্রম বন্ধ থাকবে।