স্টাফ রিপোর্টার: শতাধীক লিটার বাংলা মদসহ চুয়াডাঙ্গা রেলপাড়া মল্লিকপাড়ার টগর আলী র্যাব’র হাতে ধরাপড়েছে। শনিবার সকল সোয়া ১১টার দিকে দৌলাতদিয়াড় বাস স্ট্যান্ডের নিকট থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১০৫ লিটার বাংলা মদ।
জানা গেছে, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় ধরাপড়ে বাংলা মদপাচারকারী টগর আলী। সে চুয়াডাঙ্গা জেলা শহরের রেলপাড়া মল্লিকপটাড়ার নজরুল ইসলামের ছেরে। অটকের পর মামলাসহ তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হসন্তরের প্রক্রিয়া করা হয়।