বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের কার্যকরি কমিটির সভা : যুগ্ম সম্পাদক সংবর্ধিত

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের কার্যকরি কমিটির সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ পৌর কান্সিলর নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি আজাদ মালিতা। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির কার্যকরি কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাংবাদিক সমিতির কার্যকরি কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সহসভাপতি শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, অর্থ সম্পাদক উজ্জ্বল মাসুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হুসাইন মালিক, কার্যকরি সদস্য মাহাতাব উদ্দিন, জহির রায়হান সোহাগ, শামিম রেজা, মফিজ জোয়ার্দার ও পলাশ উদ্দিন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। পূর্বের সভার কার্যবিবরণী পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ। সভায় সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।

পরে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

Comments (0)
Add Comment