স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বেলগাছি রেলগেট এলাকায় এ প্রতিবাদ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মো. আজিম উদ্দিন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এসএম স্বপন, সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাইদুর রহমান সাঈদ, উপদেষ্টা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. গোলাম মেহেদী, কর্পোরাল মো. সহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সৈনিকদের মতামতের ভিত্তিতে গত ৭ মার্চ চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন করা হয়। একই সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ কমিটির বিরুদ্ধে গত ১০ মার্চ দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় কতিপয় কিছু অবসরপ্রাপ্ত সৈনিকদের অবাঞ্চিত সংগঠনের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট শরিফুল ইসলামের বিবৃতির প্রতিবাদ জানায়। ওই বিবৃতিতে তারা যা দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাদের কোনো নিবন্ধন নেই। আমাদের সংঠনের কেন্দ্রীয় নিবন্ধন রয়েছে। যা নং আইভি-৬৫। অথচ তারা আমাদের নামে মিত্যা অভিযোগ তুলে বিবৃতি দিয়েছে।