দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি টগর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশে ব্যাপক উন্নয়ন করেছে। দেশের রাস্তা, ব্রিজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করেছে। মানুষের হাতে হাতে স্মার্টফোন যা যুগান্তকারী পদক্ষেপ। ঘরে বসেই দেশ ও বিশ্বের খবরাখবর মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করে বর্তমান প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, জামাত-বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের উন্নয়নে সকলকে ভূমিকা রাখতে হবে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে মেলার উদ্বোধন শেষে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোটসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। মেলার উদ্বোধক ও প্রধান অতিথি দিনব্যাপী এ মেলার ৪০টি স্টল পরিদর্শন করে এবং আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন। দিনব্যাপী মেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ম স্থান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্যালয় ২য় স্থান ও যৌথভাবে দামুড়হুদা পাইলট সরকারি হাইস্কুল-জুড়ানপুর ইউনিয়ন পরিষদ ৩য় স্থান অর্জন করে।