জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কেডিকে, মনোহরপুর, বাঁকা ও হাসাদাহ ইউনিয়নে ২ কোটি ৫১ লক্ষ ৭০ হাজার ১৪৮ টাকা ব্যয়ে ৪টি রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ সকল উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে হাজি আলী আজগার টগর এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ঘটে। রাস্তা-ঘাট, বিদ্যুৎ, স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়ন ঘটে। বর্তমান সরকারের মতো অতীতের কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছেন। জীবননগর উপজেলায় সকল রাস্তা-ঘাটের উন্নয়ন করা হয়েছে। উন্নয়ন হতে আর তেমন কোন রাস্তা অবশিষ্ট আর থাকছে না। তিনি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। উপজেলার ৪টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান. কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ও হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াসসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, কেডিকে ইউনিয়নের বয়ারগাড়ী আরএ্যান্ডএইচ খয়েরহুদা হাট সড়ক ৪০ লক্ষ ৬৯ হাজার ৮৭৬ টাকা, মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা আরএ্যান্ডএইচ খয়েরহুদা হাট সড়ক ১ কোটি ১২ লক্ষ ৩৬১ টাকায়, বাঁকা ইউনিয়নের বাঁকা-প্রাইমারী স্কুল সড়ক ৬০ লক্ষ ৩৮ হাজার ৭৯৩ টাকা ও হাসাদাহ ইউনিয়নের করিমপুর বিসি রোড-করিমপুর-ভোগেরদাড়ি রাস্তা ৩৮ লক্ষ ৬১ হাজার ১১৮ টাকা ব্যয়ে উন্নয়ন করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এ নির্মাণ কাজ ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সমপন্ন করছে বলে জানা গেছে।