জীবননগর ব্যুরো: বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশ রক্ষায় জীবননগরে তালের বীজ রোপণ করলেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী সংগঠন জীবননগর বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের দৌলৎগঞ্জ-মাঝদিয়া (প্রস্তাবিত স্থলবন্দর) রাস্তার দু’পাশে দুই শতাধিক তালের বীজ রোপণ করা হয়। জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মিঠুন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তালের বীজ রোপণ কমসূচির উদ্বোধন করেন সুপ্রিম কোর্ট হাইকোট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম।
এ সময় বিচারপতি কে এম হাফিজুল আলম বলেন, ছোট থেকেই গাছ লাগানোর নেশা ছিলো আমার কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। জীবননগর বন্ধু ফাউন্ডেশনের তরুণ স্বেচ্ছাসেবকরা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। আমাদের দেশে প্রায় বজ্রপাতে মানুষ মারা যায়। এ কারণে তালগাছের কোনো বিকল্প নেই। বজ্রপাত, প্রাকৃতিক দুর্যোগ এবং পরিবেশ রক্ষায় মৌসুমি ফল তালগাছের আটি (বীজ) রোপণ করা আমাদের সকলের উচিৎ। রাস্তায় পরিত্যক্ত জমি না ফেলে রেখে সকলে উদ্যোগ নিয়ে তাল গাছ লাগালে আমরা বজ্রপাত থেকে রক্ষা পাবো। সড়কের পাশে মাথা উঁচু করে সারিবদ্ধ তালগাছ রাস্তার শোভাবর্ধনও করে। তালপাতার পাখা প্রশান্তির প্রয়োজন মেটায় এবং ঐতিহ্য বহন করে। বাবুই পাখি তালগাছের পাতায় শৈল্পিক ও নান্দনিক চেতনায় দৃষ্টিনন্দন বাসা বেঁধে মানবকুলকে আজও সৃষ্টি রহস্যে আটকিয়ে রেখেছে।
এ সময় আরও উপস্থিত উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মারুফ হোসেন, সাংবাদিক জাহিদ বাবু, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম, শরিফুল ইসলাম ছোট বাবু, সাংবাদিক জহিরুল ইসলাম, মাজেদুল মিল্টন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব, জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সদস্য মাসুম, তুহিন, জোসনা খাতুন প্রমুখ।