স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালটি উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তানরা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ গড়ার। আজ বঙ্গবন্ধু নেই। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে লালন করে সোনার বাংলা গড়ার কাজে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইচএম শামীমুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী আরিফ উদ্দৌলা, বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ হাসানুজ্জামান মানিক প্রমুখ। ম্যুরাল উদ্বোধনী শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম। সদর উপজেলা পরিষদের অর্থায়নে বঙ্গবন্ধুর ম্যুরালটি নির্মিত হয়েছে।