ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে দামুড়হুদা জুড়ানপুরের স্কুলছাত্রকে ছুরিকাঘাত

দামুড়হুদা/জুড়ানপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুরে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে নাঈমুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে দামুড়হুদার জুড়ানপুর গ্রামস্থ স্কুল বটতলা নামক মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রক্তাক্ত জখম নাঈমুর রহমানের পিতা মিজানুর রহমান বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন দামুড়হুদা মডেল থানায়। অভিযোগ পাওয়ার পরপরই রাত আনুমানিক ১১টার দিকে দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সৌরভকে আটক করে একটি ছুরি উদ্ধার করেছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের সায়েম আলীর ছেলে সৌরভ একই গ্রামের মিজানুর রহমানের ছেলে নাঈমুর রহমানকে উদ্দেশ্য করে হুমকি ধামকি প্রদর্শনমূলক একটি পোস্ট করেন ফেসবুকে। গতকাল বুধবার বিকেলে অভিযুক্ত জুড়ানপুর গ্রামের সায়েম আলীর ছেলে সৌরভ (১৯), আ. ছাত্তারের ছেলে সাঈদ (১৯) ও একই গ্রামের কামরুলের ছেলে রাকিব (১৯), জুড়ানপুর স্কুল বটতলা মাঠে এলে নাঈমুর রহমান তাদের দিকে এগিয়ে গিয়ে সৌরভের কাছে ফেসবুকে পোস্টের কারণ জানতে চায়। বিষয়টি নিয়ে উভয়ের মাঝে বাকবিত-া সৃষ্টি হয়। এসময় অভিযোগে উল্লেখিত ১নং আসামি সৌরভের হুকুমে তার সহযোগী সাঈদ ও রাকিব নাঈমুর রহমানকে জাপটিয়ে ধরে এলোপাতাড়ি মারপিট শুরু করেন। একপর্যায়ে সৌরভের হাতে থাকা ৬ ইঞ্চি লম্বা একটি ধারালো লোহার চাকু দিয়ে নাঈমুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। ধারালো অস্ত্রের আঘাতে নাঈমুর রহমানের হাতের আঙ্গুল ও পিঠে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে নাঈমুরের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আঘাতকারী সৌরভ ও তার সহযোগিরা পালিয়ে যান। স্থানীয়রা নাঈমুরকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে নেন। পরে রাতেই রক্তাক্ত জখম নাইমুরের পিতা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর বিষয়ে জানতে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মোবাইল নাম্বারে একাধিকবার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তড়িৎ অভিযান চালিয়ে অভিযুক্ত সৌরভকে আটক করা হয়েছে এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

Comments (0)
Add Comment