মেহেরপুর অফিস: নাশকতার নির্দেশদাতা হিসেবে সৈয়দা মোনালিসা ইসলামকে (৪৩) গ্রেফতার দেখাতে নির্দেশ দিয়েছেন মেহেরপুরের আদালত। তিনি সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নি ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি। এর আগে গ্রেফতার দেখানো অন্য একটি মামলায় মোনালিসার পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। সেই আবেদন নাকচ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মন্জুরুল ইমাম। কোর্ট পুলিশ পরিদর্শক মানস রঞ্জন দাস এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিচারক জামিন আবেদন নাকচ করেন। এরপর নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা প্রহলাদ রায় আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচারক মো. জাহিদুর রহমান তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, আরেকটি মামলায় সম্প্রতি সৈয়দা মোনালিসা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।