স্টাফ রিপোর্টার: ১ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ পাচারকারী হাতেম আলী র্যাব’র হাতে ধরাপড়েছে। গতকাল সোমবার দুপুরে জীবননগর-কালীগঞ্জ সড়কের মহেশপুর শিশুতলা বাজারের একটি হোটেলের সামনে থেকে তাকে ধরা হয়। উদ্ধার করা হয় গাঁজা।
গাঁজাসহ আটক হাতেম আলী (৩৮) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুশাডাঙ্গার ইছাহক আলীর ছেলে। তাকে মামলাসহ মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ তথ্য জানিয়ে র্যা্ব-৬ এর সিপিসি-২ ঝিাইদহ ক্যাম্প কামন্ডার বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মাদক পাচারকারীকে আটক করা হয়।এ অভিযানে নেতৃত্বে ছিলেন ক্যাম্টের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ।