প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় প্রার্থীরা

চুয়াডাঙ্গার তিতুদহ ইউপি নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

নজরুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ফেব্রুয়ারি। নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রতীক হাতে পাওয়ার পর শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নেমে পড়েছেন ভোটের প্রচারে। এদিকে, প্রতীক বরাদ্দকালে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ প্রার্থীদের উপস্থিতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার স্বাক্ষর রাখবে নির্বাচন কমিশন। এর জন্য চাই সকলের সহযোগিতা।
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ ফেব্রুয়ারি। নির্বাচন উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় নির্বাচন কমিশন নির্বাচন কার্যালয়ের সভাকক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সাদারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন। এতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শুকুর আলী (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রাজ্জাক (হাত পাখা), সদর উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু স্বতন্ত্র প্রার্থী (আনারস) ও আ.লীগ নেতা ফারুখ হোসেন স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীক পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১নং ওয়ার্ডে নুরজাহান খাতুন (মাইক), আমেনা খাতুন (হেলিকপ্টার), রওশনারা বেগম (তাল গাছ), শাহানারা বেগম (ক্যামেরা), সাহার বানু (সূর্যমুখি ফুল)। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ২নং ওয়ার্ডে চম্পা বেগম (মাইক) ও জেসমিন আক্তার (হেলিকপ্টার) প্রতীক। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ৩নং ওয়ার্ডে উম্মে সালমা কাজলী (হেলিকপ্টার), মুক্তি আরা বেগম (মাইক) ও রেহেনা খাতুন (তাল গাছ) প্রতীক পেয়েছেন। ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য (পুরুষ) প্রার্থী নাজমুল হুসাইন (তালা), বাবুল মিয়া (টিউবওয়েল), মুকুল হোসেন (ফুটবল), মহিউদ্দীন (মোরগ)। ২নং ওয়ার্ডে আমিরুল ইসলাম (তালা), আবু বক্কর মল্লিক (মোরগ), জাহাঙ্গীর আলম (টিউবওয়েল), শাহ আলম (ফুটবল), সুবারেক আলী (ভ্যানগাড়ি)। ৩নং ওয়ার্ডে আলমগীর হোসেন (ফুটবল), আশাদুল আলী (ক্রিকেট ব্যাট), আলমগীর হোসেন (আপেল), আশরাফুজ্জামান ছানাউল্লাহ (তালা), আহাদ আলী মল্লিক (টিউবওয়েল), আব্দুল গাফ্ফার (বৈদ্যুতিক পাখা), ইচমাইল হোসেন (ভ্যানগাড়ি), নিয়ামত আলী (মোরগ)। ৪নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক (তালা), আশাদুল হক (ভ্যানগাড়ি), তাহাজ আলী (মোরগ), মতিয়ার রহমান (টিউবওয়েল), সামসুল আলম (ফুটবল)। ৫নং ওয়ার্ডে কাছেদ আলী (টর্চলাইট), জাকারিয়া বিশ্বাস (মোরগ), শরিফুজ্জামান (ফুটবল), হাফিজুর রহমান (টিউবওয়েল)। ৬নং ওয়ার্ডে ইনছান আলী (টিউবওয়েল), ইলিয়াস হোসেন (ফুটবল), জহুরুল ইসলাম (ভ্যানগাড়ি), শরিফুল ইসলাম (তালা), শমসের আলী (মোরগ)। ৭নং ওয়ার্ডে আনছার আলী (ফুটবল), মিলন মিয়া (মোরগ) ও রিপন আলী লস্কর (টিউবওয়েল)। ৮নং ওয়ার্ডে আব্দুস সামাদ (মোরগ), গোলাম রসুল (টিউবওয়েল) ও তসলিমুজ্জামান (ফুটবল)। ৯নং ওয়ার্ডে আনারুল ইসলাম (টিউবওয়েল), কামাল উদ্দিন (ফুটবল), সুজন আলী (তালা) ও সেলিম রেজা (মোরগ) প্রতীক পেয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭৪ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন এবং নারী ভোটার ৭ হাজার ৯১৪ জন। এদিকে প্রতীক বরাদ্ধর আগমুহূর্তে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ। সেলক্ষ্যে জেলার তিতুদহ ইউপি নির্বাচনও শেষ নির্বাচন। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তিতুদহ ইউপি নির্বাচনে নির্বাচন কমিশন সে স্বাক্ষর রাখবে। এর জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে আমিসহ আমার লোকবল দায়িত্ব পালন করবে। প্রার্থীদের স্মরণ করিয়ে দিতে চাই ভোটারদের মন জয় করেই আপনাদের বিজয়ী হতে হবে। এর কোনো বেত্যয় ঘটতে দেবো না। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার কামরুল হাসানসহ নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ।

Comments (0)
Add Comment