চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিশ^ অটিজম সচেতনতা দিবস পালিত
স্টাফ রিপোর্টার: ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ এ শ্লোগানে ১৮ তম বিশ^ অটিজম সচেতনতা দিবস-২০২৫ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা কর্মসূচি হাতে নেয়া হয়। কর্মসূচির মধ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, অটিজম জীনগত ও পরিবেশগত রোগ। পরিবেশগত আমরা যেন সতর্ক থাকি। আমরা সঠিকভাবে সবাইকে আনতে পারি তাহলে মানব জাতি পাবে। সমন্বিতভাবে আমাদের কাজ করতে হবে। সরকারি সুযোগ সুবিধা দেয়ার সুযোগ আছে। ২ কোটি ৫২ লাখ টাকা এক হাজার ৩১৫ জনের মাঝে লোন আছে। তারা সমাজের বোঝা মনে করা হবে না। প্রতিবন্ধীরা যেন সতর্ক হয়। তাদের একটা বিশেষ দিক আছে। তাদের মধ্যে যে সম্ভাবনা আছে তা ছাড়য়ে পড়বে। তাদের প্রতি ও পরিবারে প্রতি উদারতার মনোভাব দেখাবেন। আমরা সবাই মানবিক আচরণ করবো। তাদের সুযোগ সুবিধার প্রতি দৃষ্টি রাখবো। বক্তার আরও বলেন, অটিজম শতভাগ কিউর হয় না। সমন্বিত সেবার প্লাটফর্ম দিতে হবে। হোম সার্ভিস সেবা দেয়া যেতে পারে। জেলায় শতকরা ৩ ভাগ প্রতিবন্ধী আছে। আমাদের দৃষ্টি দিতে হবে। সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের কর্ণার আছে। যেসকল হাসপাতালে নেই তাদের বলে দেবো। সমাজ সেবার কার্ড নিয়ে গেলে চিকিৎসা ও টেষ্ট ফ্রি করে দিতে পারবো। চুয়াডাঙ্গায় ১৮তম বিশ^ অটিজম সচেতনতা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য সংস্থার আয়োজনে বিশ^ অটিজম সচেতনতা দিবসটি পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট নুর আলম আকাশের সঞ্চালনায় আলোচনা সভায় সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন ও সূবর্ণ মানব কল্যাণের নির্বাহী পরিচালক মিম্মা সুলতানা বক্তব্য রাখেন। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আনোয়ারুজ্জামান। ১৮তম বিশ^ অটিজম সচেতনতা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ৮টি হুইল চেয়ার, ৪টি ট্রাই সাইকেল ও একটি কর্ণার চেয়ার বিতরণ করা হয়। এসময় সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু তালেব, প্রবেশন কর্মকর্তা সানোয়ার হোসেন, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম এবং এনজিও প্রতিনিধি গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অটিজম সচেতনতা বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও সমাজসেবা কার্যালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।