প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ওয়ান শুটারগানসহ আটক ৩

গাংনীতে ছাতিয়ান গ্রামে অন্য বাড়িতে অস্ত্র রেখে র‌্যাবকে খবর

গাংনী প্রতিনিধি: প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের তিনজন অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে র‌্যাব-১২ সিপিসি ৩ মেহেরপুরের গাংনী ক্যাম্পের এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটারগান। আটক ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের তরিকুল ইসলাম (৩০), জেনারুল ইসলাম (২৫) ও সামিম আজাদ ওরফে বাবুল (৩৮)। র‌্যাব-১২’র মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে র‌্যাবের একটি দল তাদের আটক করে।
ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ছাতিয়ান গ্রামের ওমর আলীর ছেলে রতন আলীর বাড়ির আঙিনায় স্থাপনকৃত ছাগল ঘরের নিকটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান উদ্ধার করে র‌্যাব। শক্রতাবশত ফাঁসানোর জন্য বাড়ির মালিক রতন আলীর ছাগলঘরের দক্ষিণ পশ্চিম কোনে মাটির নিচে শুটারগানটি পুঁতে রেখেছিল তথ্যদাতা। এ ঘটনায় তথ্যদাতাকে আটক করা হয়। পরে তার সাথে জড়িত আরো ২ জনকে আটক করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, আটককৃত তরিকুল ইসলামের সাথে বাড়ির মালিক রতন আলীর পূর্ব থেকে বিরোধ চলছিল এবং তাদের বিরোধের কারণে মামলাও চলমান। এমন সূত্র ধরে পরস্পর যোগসাজশে উদ্ধারকৃত অস্ত্র রতন আলীকে ফাঁসানোর উদ্দেশ্যে মাটির নিচে পুঁতে রেখেছিলো আটককৃত ৩জন। আটক তরিকুল, জেনারুল ও বাবলুর বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে মামলাসহ সোপর্দ করা হয়ে হয়েছে বলে জানায় র‌্যাব।