প্রকৃত দুস্থরায় এ উপহার পাওয়া যোগ্য সেদিকে খেয়াল রাখতে হবে

নির্বাচনী এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে এমপি আলী আজগার টগর

দর্শনা অফিস: নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গত বুধবার রাত ৯টার দিকে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে ঈদ উপহার তুলে দেয়ার সময় এমপি আলী আজগার টগর বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে হবে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের শাসনামলে কেউ যাতে ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে নির্দেশনা দিয়েছেন। তাই ইউপি চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান প্রকৃত দুস্থদের মধ্যেই যাতে এ ঈদ উপহার বন্ঠন করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে এ উপহার পাওয়ার যোগ্য শুধুমাত্র হতদরিদ্র দুস্থরা। চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার দুটি উপজেলা, দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেয়রসহ দলীয় নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার সামগ্রী শাড়ী ও লুঙ্গি তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবি বিশ্বাস, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত মির্জা, বাকা ইউপি চেয়ারম্যান কাদের প্রধান, সীমান্ত ইউপি চেয়ারম্যান মিল্টন মোল্লা, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন, কেডিকে চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, মনোহারপুর ইউপি চেয়ারম্যান সুরত উদ্দিন খান, উথলী ইউপি চেয়ারম্যান আ. হান্নান, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ প্রমুখ।

Comments (0)
Add Comment