মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জাফর ইকবালের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বাদ আসর মেহেরপুর পৌর এলাকার দিঘিরপাড়ায় জাফর ইকবালের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, শাকিল রাব্বি ইভানসহ সর্বস্তরের মানুষ তার জানাজা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।
কাউন্সিলর জাফর ইকবাল দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে এদিন সকালের দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। দুপুরের দিকে মহরম জাফর ইকবালের মরদেহ মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণে নেয়া হয়। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় পৌরসভার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ তার লাশে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জাফর ইকবাল স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।