চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপার জাহিদুল ইসলাম
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজি মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, করোনা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, আমরা বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকার মানুষকে খাদ্য পৌঁছিয়ে দিয়েছি। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, আমি যতোদিন চুয়াডাঙ্গাতে আছি ততোদিন এই এলাকার মানুষের সেবা করে যেতে চাই। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। যাতে এই এলাকার মানুষ আমার মৃত্যুর সংবাদ পেলেও হয়তো ২জন হলে আমার জানাজায় শরিক হতে পারে। আমরা সেই পুলিশ হতে চাই। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন পুলিশের সকল সেবা নেবেন। পুলিশ সুপার আরও বলেন, বিট পুলিশিং বড় এলাকাকে ছোট ছোট করে ভাগ করে পুলিশের সেবা জনসাধারণের দৌড় গোড়াই পৌঁছুনো একটি মাধ্যম তৈরি হবে। এই সেবার মাধ্যমে ছোট খাটো অপরাদ যেমন কমবে তেমনি পুলিশের সেবাটাও মানুষ ভালোভাবে পাবে। তিনি আরও বলেন, কুতুবপুর ইউনিয়নে চার চারটি পুলিশ ক্যাম্প এটা ভালো সংকেত নয়। তারপরও জেলা পুলিশের পক্ষে থেকে অন্য পুলিশ ক্যাম্প উঠিয়ে নেয়া হলেও কুতুবপুর ইউনিয়নের একটি ক্যাম্পও ওঠানো হয়নি। এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে। অপরাধ বেশি সংঘটিত হওয়ার কারণে চার চারটি ক্যাম্প স্থাপন করা হয়েছিলো। আজ সেই ধরনের না থাকলেও শান্তি রক্ষায় ক্যাম্পগুলো রেখে দিয়েছি। সকলকে আইন সম্পর্কে সচেতন হতে হবে। আইনের প্রতি আমাদের সকলকেই শ্রদ্ধাশীল হওয়া দরকার। এজন্য প্রয়োজন সচেতনতা। বিট পুলিশিং সঠিকভাবে কার্যক্রম পরিচালিত হলে পুলিশের সেবা জনতার দারপ্রান্তে পৌঁছে যাবে। এলাকাবাসী সচেতনহলে সমাজ থেকে অনিয়ম দূর করা সম্ভব হবে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পেলে এই সমাজ থেকে চিরতরে সন্ত্রাস ও মাদকমুক্ত হবে। আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সব কিছু সম্ভব নয়। পুলিশি সেবা পেতে টাকা লাগবে না। জিডি করতে গিয়ে কেউ টাকা চাইলে আমাকে ফোন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিচুজ্জামান, চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহাশীন বিপিএম বার, ওসি অপারেশন একরামুল হক, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলি আহম্মদ হাসানুজ্জামান মানিক, সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর নিখিল চন্দ্র অধিকারী, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লা শেখ, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, আমিনুল ইসলাম, সিন্দুরিয়া ক্যাম্প ইনচার্জ এসআই ইকবাল আহম্মেদ, এসআই আহসান আলম, কুতুবপুর ক্যাম্প ইনচার্জ এসআই প্রদীপ সরকার, শম্ভুনগর ক্যাম্পের ইনচার্জ এসআই শাহানুর রহমান, এএসআই আলগঙ্গীর হোসেন, এএসআই আনোয়ার জাহিদ, এএসআই মেহেদি হাসান, বদরগঞ্জ বাজার কমিটির সভাপতি এএনএম আশিফ, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সহসভাপতি শফিকুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম জবির, যুগ্মসম্পাদক আশিকুর রহমান আশিক, শঙ্করচন্দ্র ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নিলুয়ার হোসেন, আজিজুল হক আঙ্গুর, জাকির হোসেন হুজুর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক রাবিকুল ইসলাম।