পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

শাপলা তুলতে গিয়ে মরাগাঙে ডুবে দুই স্কুলছাত্র মারা গেছে। আলমডাঙ্গার বন্দরভিটা গ্রামে সোমবার সন্ধ্যায় দুই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে সাব্বির হোসেন গ্রামের বাবুল হোসেনের ছেলে অপর নিহত হুসাইন আলী একই গ্রামের রানা মিয়ার ছেলে। তারা দুই বন্ধু প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

সোমবার বিকালে গ্রামের পার্শ্ববর্তী মরাগাঙে শাপলা তুলতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে অনেক খোঁজাখুঁজির পর গ্রামবাসী মরাগাঙ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে। নিহত সাব্বিরের চাচা বজলুল হোসেন জানান, ৮ বছর বয়সি সাব্বির ও হুসাইন বাড়ির বাইরে খেলছিল। তারা সবার অজান্তে মরাগাঙে নামে। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৬টার দিকে মরাগাঙ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।