স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চোরাই পাখিভ্যানসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গত বুধবার দিবগত রাতে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া থেকে তাদেরকে গ্রফতার করা হয়। গতকালই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল খাদেমের ছেলে আমিরুল ইসলাম (৪০), একই উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫), পরাগপুর মাদরাসাপাড়ার মৃত রুস্তম মোল্যার ছেলে ছইরদ্দিন (৪৮) ও কুষ্টিয়া সদর উপজেলার বল্লবপুর গ্রামের কাইয়ুম খাঁর ছেলে ইয়াকুব খাঁ (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের আক্তার হোসেনের পাখিভ্যাটি কৌশলে ছিনিয়ে নেই একদল চোরচক্র। পাখি ভ্যান ছিনিয়ে নেয়ার বিষয়ে আক্তার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পরই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পাখিভ্যান উদ্ধার ও চোর ধরতে অভিযান শুরু করেন। পরে বিভিন্ন তথ্য উপাত্য বিশ্লেষণ করে বুধবার দিবাগত রাতেই চুয়াডাঙ্গা শহর ও আশপাশের এলাকা থেকে তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া বল্লবপুর থেকে ইয়াকুব খাঁকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয় একটি চোরাই পাখিভ্যান।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, ভুক্তভোগী ভ্যানচালকের অভিযোগের পরপরই অভিযানে নেমে ওই ঘটনার সাথে জড়িতদের আটকের পাশাপাশি একটি চোরাই পাখিভ্যান উদ্ধার করা হয়। তাদের মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।