দামুড়হুদা প্রতিনিধি: সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় একুশে স্মৃতি পদক-২০২৫ এ ভূষিত হয়েছেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান মো. রফিকুল হাসান তনু। গতকাল সোমবার বিকেল ৪টায় ঢাকাস্থ হোটেল অর্নেট থ্রি-স্টারে সার্ক কালচারাল ফোরামের আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক পদক ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি সুপ্রীম কোর্টের বিশেষ আইনজীবী ব্যারিস্টার হুসনে আরা, পিজি হাসপাতালের অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা নাজির উদ্দিন মোল্লা। দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু বলেন, এ প্রাপ্তি তাদের যারা আমাকে এই সম্মান অর্জনে ভূমিকা রেখেছে। আমার প্রিয় দামুড়হুদা উপজেলাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, ভাষা আন্দোলনে আমার মায়ের ভাষা; বাংলার জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও স্বীকৃতির প্রতীক হিসেবে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জ্ঞাপন করছি।