দর্শনা অফিস: আসন্ন দর্শনা পৌর নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দর্শনা পৌর আ.লীগের সভাপতি বর্তমান মেয়র মতিয়ার রহমান। গত শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মতিয়ার রহমানকে দলীয় প্রার্থী ঘোষণার পরপরই দর্শনায় বের করা হয় আনন্দ মিছিল। বরাবরের মতো এবারও নৌকার মাঝি হয়ে দর্শনায় ফিরে পৌরবাসীর ভালবাসায় সিক্ত হলেন মতিয়ার রহমান। পথে পথে তাকে দেয়া হয়েছে অভ্যর্থনা। দর্শনা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে দেয়া হয়েছে ফুলেল শুভেচ্ছা। করা হয়েছে আনন্দ মিছিল। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে বিমানযোগে ঢাকা থেকে যশোর পৌঁছান মতিয়ার রহমান। যশোর থেকে গাড়ী বহরযোগে পৌঁছান দর্শনা আকন্দবাড়িয়ায়। সকাল থেকেই আকন্দবাড়িয়া বটতলায় অপেক্ষমান নেতাকর্মী ও পৌরবাসী মতিয়ার রহমানকে কাছে পেয়েই অবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকেই। একে একে শুরু হয় ফুলেল শুভেচ্ছার পালা। পরে মোটরসাইকেল বহরযোগে পৌঁছান দর্শনায়। কেরুজ মিলগেটের সামনে থেকে আনন্দ মিছিল সহকারে দলীয় কার্যালয়ে পৌঁছান মতিয়ার রহমান।
এদিকে, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আ.লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র মতিয়ার রহমানের হাতে তুলে দিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, আ.লীগ নেতা হাজি জয়নাল আবেদীন, গোলাম ফারুক আরিফ, আতিয়ার রহমান হাবু, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, আ. কুদ্দুস, মোজাহারুল ইসলাম, মোমিনুল ইসলাম, আ. রফিক কাবি, আমির হোসেন, বিল্লাল হোসেন, যুবলীগ নেতা আব্দুস সালাম ভুট্টো, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, সহ-সভাপতি সোলায়মান কবির, সহ-সম্পাদক আ. মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, সহ-সভাপতি মামুন শাহ, সাইফুল ইসলাম হুকুম, ফয়সাল, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাইফুল আজম মিন্টু, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, লোমান, মিল্লাত, রায়হান, রিপন, অপু সরকার, প্রভাত প্রমুখ।