নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় আ.লীগ

দামুড়হুদায় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি নেতা বাবু খান

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা উপজেলার নতিপোতা, জুড়ানপুর, নাটুদাহ, কার্পাসডাঙ্গা, হাউলী ও দামুড়হুদা সদর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বলেন, আওয়ামী লীগ দাবি করে তারা দেশে উন্নয়ন করেছে। যদি উন্নয়ন করে থাকে তাহলে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে ভয় কিসের? আর ভোট চুরি করারই বা দরকার কি? মিথ্যাচারের কারণে দেশের জনগণ এখন আওয়ামী লীগ সরকারকে ঘৃণা করে। বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের কথায় কথায় বলেন, বিএনপির আন্দোলন করতে পারে না। আন্দোলন কবে হবে? ইত্যাদি ইত্যাদি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন তাহলে আন্দোলন কত প্রকার কী কী তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বুঝিয়ে দেবে। বিএনপি যখন আন্দোলন করে তখন তারা বলে বিশৃঙ্খলা করলে কিন্তু ছাড় দেয়া হবে না। তারা করলে রাজনৈতিক সমাবেশ আর আমরা করলে বিশৃঙ্খলা। এক দেশে দুই আইন চলবে না। আমাদের বাপ-চাচার রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কেউ আমাদের এসে স্বাধীন করে দিয়ে যায়নি। আমাদের মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা আমরা ব্যক্তি বিশেষের ইচ্ছার কারণে বিসর্জন দেবনা। তিনি আরও বলেন, আমরা জিয়ার সৈনিক শৃঙ্খলায় বিশ্বাস করি। আমরা চাই, জনগণ যেন ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। শেখ হাসিনার ভোট কারচুপির ইতিহাস এখন আন্তর্জাতিকভাবে সবাই জানে। তাই আগাম স্যাংশন দেয়া হয়েছে। স্যাংশন তার মত কাজ করবে। আমরা জিয়ার সৈনিক ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মী হিসেবে আমাদের কাজ করবো। একদফা আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, দামুড়হুদা উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা জাহান পারুল, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান টুনু, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রীস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বিপ্লব, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আরিফুল ইসলাম আরিফ, সাইফুর রহমান সেলিম, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, সদস্য ইমতিয়াজ হোসেন, হাসান গাজি, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ, যুগ্ম আহ্বায়ক মুকুল খান, সদস্য সচিব এমডিকে সুলতান, নতিপোতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিনুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মশিউর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাগর আলীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Comments (0)
Add Comment