স্টাফ রিপোর্টার: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে চুয়াডাঙ্গায় যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহম্মেদ মালিক সুজন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক আলী আশরাফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্তদের মধ্যে নাভিশ্বাস উঠেছে। করোনায় মানুষ চাকরি হারিয়েছে, আয় কমেছে, অথচ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ। উল্টো মুনাফালোভী বাজার সিন্ডিকেটকে প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সরকার। তিনি বলেন, সরকার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে লুটপাট করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বর্তমান সরকার ব্যর্থ। সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই অবৈধ সরকারের পতনে দুর্বার আন্দোলন শুরু হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে এ আন্দোলন শেষ হবে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন সফল করার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম মনি, আবু বক্কর সিদ্দিক আবু, মির্জা ফরিদুল ইসলাম শিপলু। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি মাগরিবুর রহমান, আনিসুর রহমান আনিস, নাসির উদ্দীন ক্ষেদু, রফি উজ্জামান হিরন, যুগ্ম-সম্পাদক ও চিৎলা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খান প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন আরিফ, সাইফুল ইসলাম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, দেলোয়ার জাহান ঝন্টু, সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম জোয়ার্দ্দার বিলু, সহ-দপ্তর সম্পাদক সাইদুর রহমান, সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম অপু, সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সজ্জাত, পল্লী ও সমবায় সম্পাদক আক্কাচ আলী, সহ-কৃষি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, জেলা যুবদলের সদস্য খন্দকার আরিফ, কাজল আহম্মেদ, শিবলু, আব্দুর রশিদ মনজু, শাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলম, টুটুল শাহ, আব্দুল হামিদ ও আবু জিহাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সেলিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহবায়ক এইচএম মোস্তফা, সদর পৌর যুবদলের আহবায়ক বিপুল হাসান হ্যাজি, দামুড়হুদা উপজেলা যুবদলের আহবায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, জীবননগর উপজেলা যুবদলের আহবায়ক সাবেক সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ময়েন উদ্দীন ময়েন, জীবননগর পৌর যুবদলের আহবায়ক হযরত আলী কমিশনার, দর্শনা পৌর যুবদলের আহবায়ক ফারুক হোসেন। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান, যুগ্ম-আহবায়ক মিলন আলী লিমন, অপু মালিক, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান মহলদার রিন্টু, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুগ্ম-আহবায়ক কুতুব উদ্দীন, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম সেলিম, সোহেল রানা, শাহতাজ আলম, জীবননগর উপজেলা যুবদলের, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, সাইদুর রহমান রানা, মিনহাজুল, জীবননগর পৌর যুবদলের সদস্য সচিব মনির হোসেন, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, আজমত আলী, মোহাম্মদ মিঠু, আব্দুল আলিম, মতিয়ার রহমান, দর্শনা পৌর যুবদলের সদস্য সচিব জালাল উদ্দীন জালাল, যুগ্ম-আহবায়ক জালাল উদ্দীন লিটন, সেলিম মাহফুজ মিল্টন, জাহান আলী, সরোয়ার হোসেন, অপু সুলতান। অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন যুবনেতা আকাশ খান।
ডেস্ক/ইউএম/০৪১৮