সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দশমি মহিলা মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মোল্লা। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলে আমার কোনো ব্যাক্তিগত লোক নেই। যারা কাজ করবেন তারাই আমার লোক। নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেন। দল আপনাকে ম‚ল্যায়ন করতে বাধ্য। একই ইউনিটে একাধিক পালটাপালটি কমিটি হওয়ার সুযোগ নেই। যদি কেউ এই ধরনের অপচেষ্টা করে তবে তা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আপনাদের দায়িত্ব আমাদের মাধ্যমে তারেক রহমান নিয়েছেন, নেতৃত্বের প্রতি আস্থা রেখে আদর্শের ভিত্তিতে আপনারা সাংগঠনিক দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস রাখি।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা বিএনপির সদস্য মো. মনিরুজ্জামান লিপ্টন, জেলা বিএনপির বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একরামুল হকের উপস্থাপনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ¯ে^চ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমেদ মালিক সুজন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সমš^য় টিমের সদস্য রবিউল ইসলাম, আব্দুল মজিদ, মোশারফ হোসেন মাস্টার, গোলাম রসুল, তারিকুজ্জামান লাল্টু, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম ও আশিকুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান।