গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার নাশকতা মামলার পলাতক আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাংনী থানাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশসূত্রে জানা গেছে, রবিউল ইসলাম নাশকতা মামলার আসামি। তিনি বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ গাংনী থানাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া রবিউল ইসলাম গাংনী থানাপাড়া এলাকার মৃত আবদুর রউফের ছেলে ও গাংনী উপজেলা জামাতের আমির। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।