কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়ন ভূমি অফিস স্থানান্তরের বিরুদ্ধে জগন্নাথপুর গ্রামবাসি মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টা দিকে জগন্নাথপুর বাজরের ভূমি অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের পর আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগনেতা ইয়াসনবি তরফদার, আওয়ামী লীগনেতা আব্দুল মজিবর রহমান, আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, আব্দুল মালেক, আশাদুল হক, ইউপি সদস্য আত্তাব হালসোনা, মিজানুর রহমান, মাহাবুব, নুহ, জাহাঙ্গীর হোসেন, হাসেম গাজি, শুকুর আলী, আব্দুল হালিম, আতিয়ার রহমান, শিক্ষক আমির হোসেন, কামাল মাষ্টার, মোবারক মাষ্টার, বাবলু খান, ইছাহক, সালাম মাষ্টার, ইন্নাল শেখ, ইউসুফ, মন্টু, গিয়াস উদ্দিন, মিয়ানদাদ, রমজান হালসোনা প্রমুখ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আওয়ামী লীগনেতা আব্দুল মালেক।আলোচনাসভায় বক্ত্যারা তাদের বক্তব্যে বলেন, প্রায় ১২০ বছরের ভূমি অফিস গ্রাম থেকে স্থানান্তর হতে চলেছে। আমরা স্থানান্তরের বিরুদ্ধে অবস্থান করছি। ভূমি অফিস এখান থেকে সরিয়ে সদর পুকুরে নিয়ে যাচ্ছে। আমাদের ভূমি অফিসের ভবণ নতুন আছে এবং এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। এবং ইউনিয়নের মধ্য স্থানে এই ভূমি অফিসটি তবে কেন সরিয়ে নেয়া হচ্ছে। দীর্ঘদিনের ভূমি অফিস জগন্নাথপুর বাজার থেকে সরিয়ে নিলে সাধারন জগনের ভোগান্তি হবে বলে মনে করে ইউনিয়নবাসি।