নাটুদার খলিশাগাড়িতে প্রয়াত বিএনপি নেতা সুলতানের পরিবারের খোঁজখবর নিলেন বাবু খান

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদা ইউনিয়নের খলিসাগাড়ি গ্রামের মৃত বিএনপি নেতা মো. সুলতানের পরিবারের খোঁজখবর নিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবু। গতকাল বৃহস্পতিবার বিকেলে মৃত সুলতানের বাড়ি খলিশাগাড়ি গ্রামে গিয়ে তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্মসাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, যুগ্মসাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, থানা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, নাটুদা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সহ-সভাপতি বাশারুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মআহবায়ক আব্দুল কাদের, কার্পাসডাঙ্গা বিএনপি নেতা আব্দুল মালেক, আবু তালেব, নোয়াজ্জেস আলী, নুরুল মোড়ল, সাজিবর রহমান মেম্বার, নাটুদা বিএনপি নেতা শিবলু রহমান, আজিম, আনারুল, জাহাঙ্গীর আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মমিন, নাটুদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রমজান আলী টিটোন, যুবদল নেতা দেলোয়ার, তারিকুল, মো. শিলন, হাসিবুল, বাবু, কৃষকদল নেতা আহসান খান, নাটুদা যুবদল নেতা ইমান আলী, মিজানুর রহমান মোল্লাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। পরে খলিশাগাড়ি কবরস্থানে জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবু দলীয় নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে সুলতান আলীর কবর জিয়ারত করেন।