চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ক্লিনিকের এক কর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এনামুল হক (২৭) নামের এক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ। এনামুলকে শনিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে কাজ করছেন। কয়েক মাস আগে মোবাইলফোনে পরিচয় হয়। তারই সূত্র ধরে এনামুলের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১১ এপ্রিল এনামুল ওই নারীকে আলমডাঙ্গা শহরের একটি বাড়িতে যেতে বলেন। সেখানে তিনি ধর্ষণের শিকার হন। পরে ওই নারী মামলা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন গ্রেফতারকৃত এনামুলকে গ্রেফতার করা হয়েছে। আদালতে সোপর্দ করার পর আদালত তাকে হাজতে প্রেরণ করেছেন। এদিকে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার পদক্ষেপ নেয়া হয়েছে।