বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তের দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি এবং বিএসএফের কৃষ্ণনগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী অমরিশ আরিয়া।