দেশমাতা বেগম জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক

চুয়াডাঙ্গার মোমিনপুরে বিএনপির ইফতার মাহফিলে শরীফুজ্জামান

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশমাতা বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক।’ তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের অপচেষ্টায় লিপ্ত হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছিলো। অবৈধভাবে ক্ষমতায় থেকে তারা দেশনেত্রীকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে চিকিৎসার অধিকার থেকেও বঞ্চিত করেছিলো। যা পতিত স্বৈরাচার সরকার গণতন্ত্র ও মানবাধিকারের শত্রু তারই প্রমাণ করেছে। আমরা আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে দেশমাতা বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ এক সংকটময় সময় পার করছে। মানুষের মৌলিক অধিকার ক্ষুণœ হচ্ছে, ভোটাধিকার হরণ করা হয়েছে। মাহে রমজান আমাদের সত্য, ন্যায় ও মানবতার পথে থাকার শিক্ষা দেয়।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আগামী নির্বাচন একটি কঠিন নির্বাচন। এই নির্বাচনে মানুষের ভোটাধিকার রক্ষা করতে জাতীয়তাবাদী দল সরকারকে সহযোগিতা করবে।’

শরীফুজ্জামান বলেন, ‘দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি হিসেবে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. এ মুকুল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।

এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকরামুল হক ইকরা, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর। এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম.এ. হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম ঝন্টু মাস্টার, সহ-সভাপতি রাশিদুল হক বেল্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, প্রচার সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা তরিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা আশিকুর রহমান তৌফিক, রানা রোকন, লিংকন, মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওহিদ ইসলাম, বিএনপি নেতা গেন্দু মিয়া, আব্দুর রাজ্জাক, টগরসহ মোমিনপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।