দৃঢ় প্রত্যয়ী প্রত্যাশিত বিনয়ী প্রার্থী এমএ রাজ্জাক খান রাজের পথসভা ও গণসংযোগ : ভোটার সাধারণ ধরলেন জড়িয়ে মাথায় হাত দিয়ে করলেন দোয়া

স্টাফ রিপোর্টার: দৃঢ় প্রত্যয়ী, প্রত্যাশিত বিনয়ী প্রার্থী হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন এমএ রাজ্জাক খান রাজ সিআইপি। তিনি ফ্রিজ প্রতীক নিয়ে নির্বাচনী জোর প্রচার প্রচারণা শুরু করেছেন। চুয়াডাঙ্গা-১ আসনের ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকার সকল ওয়ার্ডেই নির্বাচনী কার্যালয় স্থাপন তথা গড়ে তুলেছেন তার কর্মী সমর্থকেরা। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের গণসংযোগে গণজোয়ার।
গতপরশু প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন তিনি। গতকাল মঙ্গলবার ছিলো প্রচার প্রচারণার দ্বিতীয় দিন। প্রথম দিন নিজ এলাকার একাংশসহ জেলা শহরের ব্যবসায়ীদের সাথে ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। গতকাল তিনি দিনের সিংহভাগই ছিলেন আলমডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে। বহু পথসভায় বক্তব্য দেয়ার পাশাপাশি তিনি নবীন প্রবীণদের সাথে নিয়ে সরাসরি গণসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী আলহাজ এমএ রাজ্জাক খান রাজকে কাছে পেয়ে ভোটার সাধারণ জড়িয়ে ধরে আপন করেই শুধু নেননি, অসংখ্য ভোটার তার মাথায় হাত বুলিয়ে প্রাণখুলে দোয়া দিয়ে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ে দুর্নীতিমুক্ত উন্নত চুয়াডাঙ্গা গড়ার লক্ষে আব্দুর রাজ্জাক খানের মতো ক্লিন ইমেজের মানুষকেই জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। এলাকাবাসী অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন।
পথসভায় এফবিসিসিআই’র পরিচালক হ্যান্ডবল ফেডারেশনসহ একাধিক ক্রীড়া ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করে প্রশংসিত এমএ রাজ্জাক খান রাজ সিআইপি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভায় বক্তব্য দিতে গিয়ে বলেছেন, দেশের উন্নয়ন বিশ্ব দরবারে রোলমডেল হলেও চুয়াডাঙ্গা এখনও কোন তিমিরে তা নতুন করে বলার অবকাশ রাখে না। সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবা কোন পর্যায়ে তা ভুক্তভোগীরা জানেন। সেদিন পরিদর্শনে গিয়ে অসহায় মানুষের দূরদর্শা দেখে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়েই অশ্রু ঝরেছে। অবস্থা দৃষ্টে বিবেকবান যে কেউই বলবেন, স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ জরুরি। আমি বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় মেডিকেল কলেজ স্থাপনের গুরুত্ব পদে পদে উপলব্ধি করেছি। সকলের দোয়া ও প্রচেষ্টায় মহান সৃষ্টিকর্তা প্রত্যাশিত আসনে অধিষ্ঠিত করলে কথা দিচ্ছি, চুয়াডাঙ্গায় শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। মেডিকেল কলেজ স্থাপন হবে। ক্যান্সার হাসপাতালও গড়ে তোলা হবে। শিক্ষার মান বৃদ্ধির লক্ষে এলাকার শিক্ষানুরাগীদের নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার স্বপ্ন রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় কোন প্রকারের আত্মীয়করণকে প্রশ্রয় দেয়া হবে না। উন্নয়নমূলক কাজ হবে দুর্নীতিমুক্ত পরিবেশে। স্বচ্ছ্ব সুন্দর স্মার্ট চুয়াডাঙ্গা উপহার পাবেন চুয়াডাঙ্গাবাসী।
চুয়াডাঙ্গার কৃতিসন্তান দেশে দ্বিতীয় বৃহত্তর শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান হাইটেক পার্কের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান বলেছেন, ব্যবসায় উচ্চ শিক্ষা নেয়ার যেমন সুযোগ হয়েছে, তেমনই দেশের বহু দেশ ঘুরে দেখারও তৌফিক দিয়েছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা। শুকরিয়া আদায় করেই বলছি, এগিয়ে যাওয়া দেশগুলোতে দেখেছি উন্নত জীবন যাপনের জন্য জনপ্রতিনিধিদের কতোটা দায়িত্ব। কী কী করা উচিৎ। কতটা কর্তব্যপরায়ণ। সেই উপলব্ধি থেকেই জনগণের সেবার লক্ষে এলাকাবাসীর পাশে এসেছি। ভোট প্রার্থনা করছি। এলাকাবাসীর মধ্যে ফ্রিজ প্রতীকে ভোট দেয়ার আগ্রহ আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। আগামী ৭ জানুয়ারি ব্যালটের মাধ্যমে পুরোনোধারা পরিবর্তন করে স্বস্তির চুয়াডাঙ্গা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ব আহ্বান।
এদিকে খাসকররা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নসহ বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক খান রাজ প্রতীক বরাদ্দ পাওয়ার পরেই গণসংযোগ ও পথসভা অব্যাহত রেখেছেন, মঙ্গলবার ১৯ ডিসেম্বর সকাল থেকেই চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফ্রিজ মার্কার) প্রার্থী এমএ রাজ্জাক খান রাজ, স্মার্ট চুয়াডাঙ্গা গড়ার লক্ষে ফ্রিজ মার্কায় ভোট চান তিনি। এ সময় এমএ রাজ্জাক খান রাজ বলেন, আমি চুয়াডাঙ্গার সন্তান হিসেবে চুয়াডাঙ্গার সকল উন্নয়নে অবদান রাখতে চাই; তাই আমি এমপি প্রার্থী হয়েছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আপনারা ভোট দিলে এই আসনকে আমি ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত স্মার্ট মডেল আসন উপহার দেবো, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা যোগ্যে প্রার্থী বেছে নিন। এমএ রাজ্জাক খান রাজ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার খাসকররাসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক খান রাজের গণসংযোগকালে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, শামিম আহমেদ, টিটু আহমেদসহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।