কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দুর্গাপুর মাঠে কৃষকের ফলন্ত কলা কাটার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্র থেকে জানা গেছে, গত পরশু বৃহস্পতিবার দিনগত রাতে কে বা কাহারা দুর্গাপুর মাঠে পাটাচোরা গ্রামের চাষি আহাদের ফলন্ত বেশকিছু কলার কাঁদি কেটে ফেলে রেখে গেছে। এ বিষয়ে আহাদ অভিযোগ করে বলেন, শুধু আজ নয় গত কয়েকদিন আগেও কলা কেটে রেখে গেছে কে বা কাহারা। শত্রুতামূলকভাবে এরকম ঘটনা হচ্ছে আমার সাথে। এ রকম ঘটনা আমার সাথে হলে এখানে তো চাষ করা সম্ভব নয়।