মাজেদুল হক মানিক: কথা ছিল দুদিন পরে বসবেন বিয়ের পিড়িতে। সৌদি থেকে বাড়ি ফিরেছেন চারদিন আগে। বিয়ের বাজারসহ আনুষঙ্গিক কাজ করার জন্য দরকার একটি মোটরসাইকেল, তাই বাড়িতে পৌঁছুনোর আগেই পিতাকে দিয়ে কিনেছিলেন একটি টিভিএস আরটিআর মোটরসাইকেল। এই মোটরসাইকেল যে তার জন্য কাল হবে সেটি কে জানত। বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার বদলে পাড়ি জমালেন অনন্তকালে। মর্মান্তিক এ ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের। সৌদি প্রবাসী সাগর হোসেন গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী থেকে বাড়ি ফেরার পথে স্যালোইঞ্জিন চালিত যান আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন। নিহত সাগর (২৩) গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে। ছেলের মৃত্যুর সংবাদে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পিতা তোজাম্মেল।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা শহর থেকে বাজার করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সাগর। গাংনী কাথুলি সড়কের চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে সামনে থেকে আসা একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে লুটিয়ে পড়েন সাগর। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছুনোর আগেই তার মৃত্যু হয় বলে স্বজনদের জানিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে খবর পেয়ে আহাজারি করতে করতে হাসপাতালে পৌঁছুন নিহতের স্বজনরা। একমাত্র ছেলের শোকে বার বার জ্ঞান হারাচ্ছিলেন তার বাবা মা। সুদূর সৌদি থেকে আসা ছেলে নিয়ে যে পরিবার কয়েকদিন ধরে আনন্দে মেতে ছিল তার এমন মৃত্যুতে পরিবারের সবাই শোকাহত। মরদেহ জড়িয়ে স্বজনদের কান্নায় হাসপাতালের বাতাস ভারি হয়ে উঠে। চোখের পানি ধরে রাখতে পারেননি হাসপাতালে উপস্থিত অনেকেই। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া (কুঠি) গ্রামের তোজাম্মেল হোসেনের এক ছেলে ও এক মেয়ে। একমাত্র ছেলে সাগর হোসেন ভাগ্য বদল করতে তিন বছর আগে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেখানে কাজের মাধ্যমে কাঙ্খিত আয় করতেন। সাম্প্রতিক সময়ে এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয় সাগরের। পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন এবং ঈদের ছুটি কাটানোর জন্য সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন তিনি। এর আগেই মোটরসাইকলে কেনার জন্য টাকা পাঠিয়েছিলেন। কয়েকদিন আগে তার বাবা ছেলের পছন্দের টিভিএস মোটরসাইকেল কিনে আনেন। সেই মোটরসাইকেল নিয়ে সাগর গেল তিন ধরে বিয়ের বাজারসহ পরিবারের বিভিন্ন কাজ করে যাচ্ছিলেন। বিয়ের ঠিক আগ মুহূর্তে এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানবুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।