দামুড়হুদা অফিস: জ্বালানি তেলের দাম বাড়ার খবরে চুয়াডাঙ্গার পেট্রলপাম্পগুলোতে সব ধরনের যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। জ্বালানি নিতে ভিড় করা এসব গাড়ির মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। এদিকে দাম বাড়ার খবর শোনার পর কোনো কোনো পেট্রলপাম্প বন্ধ করে দেয়া হয়েছে। আবার অনেক পাম্পে জ্বালানি বিক্রি না করারও অভিযোগ রয়েছে। গতরাত থেকে তেলের দাম বৃদ্ধির খবরে দামুড়হুদা ফিলিং স্টেশনে যানচালকরা ভিড় জমাতে শুরু করে। এদিকে খবরটি সামাজিক যোগাযোগ মধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়লে সুযোগ নেন তেল পাম্পগুলো। জানা যায়, গতরাত ১২টার পর থেকে তেলের দাম বৃদ্ধি হওয়ার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ খবরে সাধারণ চলাচলরত যানবাহন চালকেরাসহ যান চালকরা তাদের যানবাহন নিয়ে ভিড় জমাই দামুড়হুদা ফিলিং স্টেশনে। তার আগেই তেলের দাম বৃদ্ধির খবরে তেল বিক্রি বন্ধ করে দামুড়হুদা ফিলিং স্টেশন। রাত যত বাড়তে থাকে যানবাহনেরও ভিড় জমে তেল পাম্পে। সেখানে তেল কিনতে আসা বাইকারদের অভিযোগ তেল পাম্প থেকে তেল বিক্রি করা হচ্ছে না। তেল পাম্পের কর্মচারীদের কাছে তেল না বিক্রি করার কারণ জানতে চাওয়া হলে তাঁরা বলেন, মালিক আমাদেরকে তেল বিক্রি করতে নিষেধ করেছেন। তাঁরা আরও বলেন, আমাদের পাম্পে তেলের কোনো ঘাটতি নেই। তেলের দাম বাড়ছে নতুন দাম নির্ধারণ হবে তাঁর পর আবার তেল বিক্রি শুরু করবো। এদিকে, তেল পাম্প মালিকের এধরণের জনদুর্ভোগ সৃষ্টির জন্য অনেক যানচালকদের পড়তে হয়েছে ভোগান্তিতে। তেল পাম্পটিতে কর্মরত কর্মচারীদের কাছে পাম্প মালিক বা ম্যানেজারের মোবাইল নম্বর চাইলে তারা দেয়নি। এবিষয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ’র সাথে কথা বললে তিনি বলেন, তেলের দাম বাড়ছে এমন কোনো পরিপত্র আমরা এখনো পাইনি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে দেখছি।