কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে কার্পাসডাঙ্গা ইউনিয়নের বেদেপোতা থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ার গান উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বিজিবি সূত্র থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার ৬টা ৪০ মিনিটে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মো. ফারুক হোসেন বিশেষ সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে সীমান্ত পিলার ৮৬ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেদেপোতা মাঠ নামক স্থানে অভিযান চালায়। এ সময় দুইজন ব্যক্তিকে মাথায় কার্টুন নিয়ে সীমান্ত পিলার ৮৬’র নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবির টহল দল। বিজিবি চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারবারীরা কার্টুন ফেলে দৌঁড়ে ভুট্টা ক্ষেতের মধ্যে পালিয়ে যায়। পরে বিজিবির সশস্ত্র টহলদল ফেলে যাওয়া কার্টুন উদ্ধার করে। উদ্ধারকৃত ২টি কার্টুনের মধ্যে থেকে ৬টি অত্যাধুনিক ভারতীয় এয়ার গান উদ্ধার করেন। এ বিষয়ে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা করা ও আটককৃত এয়ার গানগুলো জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবিসূত্র থেকে জানা গেছে।